নিহত বেড়ে ৫৬৯, হামলার ভয়ে দক্ষিণ লেবানন ছাড়ছে মানুষ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪; সময়: ১:১৩ অপরাহ্ণ |
নিহত বেড়ে ৫৬৯, হামলার ভয়ে দক্ষিণ লেবানন ছাড়ছে মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ৫৬৯ জন নিহত এবং ১ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন। এই হামলার ভয়ে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন।

এবারে এই হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি নিহত হয়েছেন বলে জানাগেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রাম অ্যাপে হিজবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল যে, বৈরুতের দক্ষিণে ঘোবেইরি শহরতলিতে এক বিমান হামলায় কুবাইসিকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, কুবাইসি হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন।

গত সপ্তাহে লেবাননে একাধিক বিস্ফোরণে অনেক মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও, ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে