শিবগঞ্জে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন রায়নগর ইউনিয়নের অন্তর্গত মহাস্থান এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মহাস্থান এলাকার মালখালি নামক স্থান থেকে একটি গাছের সঙ্গে একজন অজ্ঞাত ব্যক্তির (৫৫) ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা লাশটিকে চিনতে পারছেনা বলেও জানা যায়।

শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে