আত্রাইয়ে রাতের আধারে কৃষকের ৮টি গরু চুরি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪; সময়: ৪:৫১ অপরাহ্ণ |
আত্রাইয়ে রাতের আধারে কৃষকের ৮টি গরু চুরি

নিজস্ব প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের কারর জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮ টি গরু নেই।

যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা। এ ঘটনায় কৃষক নিজামুদ্দিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়াদিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি।

এদিকে পুলিশের নিস্ক্রিয় ভূমিকার কারনে এলাকায় চুরির সংখ্যা বেড়েই চলেছে বলে অভিযোগ রয়েছে । সোমবার রাতে এত বড় চুরির ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এক রাতে এক কৃষকের ৯টি গরু চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ ও হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে