সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ বাবা-মেয়ে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় র্যাবের অভিযানে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের আকবর আলীর মেয়ে,, সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১) এবং তার বাবা মৃত মোবার খাঁ এর ছেলে আকবর আলী (৬৩)।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম জানান, বৃহস্পতিবার ভোররাতে র্যাব-১২, সদর কোম্পানির একটি টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরজাগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অবস্থান নেয়।
তখন অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।