লটারি ‘ভাগ্যেই’ স্কুলে ভর্তি
পদ্মাটাইমস ডেস্ক : গত কয়েক বছরের ধারাবাহিকতায় ২০২৫ শিক্ষাবর্ষেও সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে লটারির মাধ্যমে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-১) খ ম কবিরুল ইসলাম। তিনি বলেন, “আগের মতোই এবারও লটারিতে ভর্তি হবে।
“২০২১ সাল থেকে যেভাবে ভর্তি হচ্ছে এবারও সেভাবেই হবে। ভর্তির বিস্তারিত নীতিমালা সামনে প্রকাশ করা হবে।”
আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
২০২৪ শিক্ষাবর্ষে স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯টি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন ছিল ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি।