১০ ম গ্রেডের দাবীতে জয়পুরহাটে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ স্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছেন জয়পুরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলার প্রায় তিন শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন।
এসময় উপস্থিত বক্তব্য দেন, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি এস এম হাবিবুল ইসলাম রায়হান, আক্কেলপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল ফজল মো: রায়হান, কালাই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, ক্ষেতলাল সহকারি প্রাথমিক শিক্ষক সমাজের প্রতিনিধি আমিনুর রহমান সহ অন্যরা।