মান্দায় সাবেক উপজেলা চেয়ারম্যান তোফা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন তোফা মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম ম-লের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।
পুলিশ সূত্র জানায়, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। এই মামলার এজাহারভূক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা। মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বাদির অভিযোগের প্রেক্ষিতে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।