রাজশাহী কলেজে রিসিপিশন এন্ড ওরিয়েন্টেশন সভা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী কলেজে রিসিপিশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নবীন শিক্ষার্থীদের ফুল-ফোল্ডার ও বই উপহার দিয়ে বরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এবং প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সম্পাদক, শিক্ষক পরিষদ, রাজশাহী কলেজ, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী। প্রফেসর ড. সালেহ হাসান নকীব প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা এ কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তারা পরম ভাগ্যবান, তাদেরকে এই সুযোগের শতভাগ সদ্ব্যবহারের পরামর্শ দেন। নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি বলেন, যতদিন শেখার আনন্দ তোমার থাকবে, যতদিন জ্ঞানের প্রতি তৃষ্ণা থাকবে, যতদিন জানার প্রতি আগ্রহ থাকবে, ততদিন তোমরা তরুণ থাকবে কখনো বৃদ্ধ হবে না।
এছাড়া ভাল বন্ধু নির্বাচনের গুরুত্ব প্রসঙ্গে বলেন, একজন ভাল বন্ধু তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। রাজশাহী কলেজের উপাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মূল কাজ হচ্ছে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া এবং নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করা। শিক্ষার্থীদের স্বপ্নপূরণের মাধ্যমেই কলেজের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণ হবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থীরা কলেজের সুনাম অক্ষুণ্ন রেখে দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ অবদান রাখবে। এছাড়াও রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নাফিজ এবং একাদশ শ্রেণি ভর্তি কমিটি-২০২৪ এর আহবায়ক মোঃ ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবশেষে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য প্রধান অতিথিসহ উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, অতিথিবৃন্দ, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।