রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪; সময়: ৭:৫০ অপরাহ্ণ |
রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৭ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে “বিশ্ব বসতি দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আলমগীর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. তুহিনুর আলম (যুগ্মসচিব), চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহীসহ অন্যান্য কর্মকর্তাগণ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে