দায়িত্ব গ্রহণ করলেন ইবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো: ওবায়দুল
নিজস্ব প্রতিবেদক, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৭ তম ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে অবস্থিত ছাত্র উপদেষ্টার কক্ষে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। পরবর্তী ১ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুল বারী, আই.আই.ই.আর এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল, লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মো: আব্দুল মোত্তালিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য দায়িত্বপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের সাথে থাকা, তাদের যেকোন বিপদ আপদে পাশে থাকা আমার প্রথম দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই ছাত্রউপদেষ্টা সংশ্লিষ্ট একটি কমিটি আছে। আমার প্রথম কাজ হবে ওই বিভাগীয় কমিটিগুলোর সাথে কেন্দ্রীয় ছাত্র উপদেষ্টা দপ্তরের সমন্বয় সাধন করা। এতে করে আমরা সমন্বিতভাবে চলতে পারব এবং প্রতিটি বিভাগ আমাদের সাথে যুক্ত থাকবে।
এই ছাত্রউপদেষ্টার অফিস ছাত্রদের ই, তাদের যেকোন কাজে, যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে। ছাত্র উপদেষ্টাদের ক্ষেত্রে কারো যদি নেতিবাচক ধারণা থেকেও থাকে আমি আশাকরি আমি তা মুছে ফেলে ইতিবাচক ধারণা তৈরি করতে পারবো। এজন্য আপনাদের সবার সহযোগীতা চাই।