মাঠে গড়ানোর ৭২ ঘণ্টা আগে ফুটবল মৌসুম পেছানোর ঘোষণা
পদ্মাটাইমস ডেস্ক : ৭২ ঘণ্টা আগে ফের পিছিয়ে গেল ফুটবলের নতুন মৌসুম। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু ভেন্যু সংস্কারের অজুহাতে পিছিয়ে গেল ফুটবল মৌসুম।
নতুন সময় অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে নতুন মৌসুমের খেলা। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত পেশাদার লিগ কমিটির জরুরি সভায় দেড় মাস পিছিয়ে দেওয়া হল মৌসুম।
তবে সূত্রে জানা গেছে, ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। তাই ফুটবলের মৌসুমও পিছিয়ে দেওয়া হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ দল। লিগ আয়োজনে অন্তত পাঁচটি ভেন্যু প্রয়োজন। কাল পর্যন্ত আনুষ্ঠাকিভাবে বাফুফের কাছে কিংস ও ময়মনসিংহের রফিকউদ্দিন আহদেম ভ‚ইয়া স্টেডিয়াম প্রস্তুতের রিপোর্ট রয়েছে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় থাকা কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়াম বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে পায়নি।
মৌসুম পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ভেন্যু অনুপযুক্ত উল্লেখ করে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘আসন্ন মৌসুমের জন্য আমরা যে ভেন্যুগুলো মনোনীত করেছিলাম। সেই ভেন্যুগুলো এখনো প্রস্তুত হয়নি। যেহেতু ভেন্যুগুলো প্রস্তুত নয়, তাই ক্লাবগুলোর আবেদন এবং সামগ্রিক প্রেক্ষাপটে ১১ অক্টোবরের পরিবর্তে নভেম্বরের শেষ দিকে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’