ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্ত ১০৩৩ জন ভর্তি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪; সময়: ৭:৫৮ অপরাহ্ণ |
খবর > জাতীয়
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্ত ১০৩৩ জন ভর্তি

পদ্মাটাইমস ডেস্ক : রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪২৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২০৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৮ জন, বরিশাল বিভাগে ৮৬ জন, খুলনা বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৭৫ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ হাজার ৮২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৯৬ জন মারা গেছেন। এর মধ্যে গত সেপ্টেম্বর মাসেই ৮০ জন মারা গেছেন। এদিকে, চলতি মাসের প্রথম নয় দিনেই ৩৩ জন মারা গেলেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে