নন্দীগ্রামে শতকের ঘর ছাড়িয়েছে সবজির দাম

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪; সময়: ৫:৪৯ অপরাহ্ণ |
নন্দীগ্রামে শতকের ঘর ছাড়িয়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বৃষ্টিতে গাছ নষ্ঠের দোহাই দিয়ে বগুড়ার নন্দীগ্রামের বাজারগুলোতে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। এ ছাড়া অন্যান্য নিত্যপণ্যেরও একই অবস্থা। বাজারে বেগুন, করলা, কপি, টমেটোসহ সবধরনের সবজি প্রতি কেজি দাম শতকের ঘর ছাড়িয়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

ব্যবসায়ীরা বলছেন,সরবরাহ কম তাই সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টির কারণে শাকসবজির চারা নষ্ঠ হয়ে যাচ্ছে। এজন্য বাজারে শাকসবজির সরবরাহ অনেক কম। তিন দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়ে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে।

উপজেলার কুন্দার হাটে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি বেগুন মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, করলা ১০০ টাকা, ফুল কপি ১০০ টাকা, কাঁচা মরিচ ৩০০ টাকা, গাজর ২০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটোল ৬০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, কচুমুখী ৬০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা ও চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৭০ টাকায বিক্রি হচ্ছে।

খুচরা সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, শাকসবজি কিনতে হচ্ছে বেশি টাকায় তাই বিক্রিও করতে হচ্ছে বেশি টাকায়। খুব তারাতাড়ি সবজির দাম কমার সম্ভাবনা কম। বৃষ্টিতে শাকসবজির খুব ক্ষতি হছে।

বাজার করতে আসা চাঁন মিয়া বলেন, শাকসবজিসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি। এগুলো দেখার কেউ নাই। এখানে সেখানে শুনি সব জিনিসের দাম কমে যাবে। এখনতো দেখছি সব জিনিসের দাম আরো বেশি হচ্ছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে