সুজানগরের পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুলাভাই নিহত, শ্যালক নিখোঁজ
এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরের পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মো: ফরিদ হোসেন নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো: মমুন মন্ডল(২৮) নামে অপর এক জেলে নিখোঁজ রয়েছেন। সম্পর্কে তারা শ্যালক- দুলাভাই।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নিহত জেলে ফরিদ হোসেনের লাশ উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর এলাকার পদ্মা নদীর তীরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এর আগে গত বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় নাজিরগঞ্জ ইউনিয়নের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন উপজেলার সাতবাড়ীয়া এলাকার মো.রস্তম হোসেনের ছেলে। সে তার শ্বশুরবাড়ি নাজিরগঞ্জের মহনপুরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ফরিদ হোসেন ও তার শ্যালক মামুন ওই দিন বিকালের দিকে নাজিরগঞ্জের পদ্মা নদীতে মাছ ধরতে নামেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাদের গাঁয়ে লাগলে দুইজনই নৌকা থেকে নদীতে ছিটকে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার নিহত ফরিদের লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তার শ্যালক মামুন। মামুন স্থানীয় নাজিরগঞ্জ ইউনিয়নের মহনপুর গ্রামের জনাব আলীর ছেলে।সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।