নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪; সময়: ৬:৩৬ অপরাহ্ণ |
নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবিতে স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবিতে জেলাবাসীর পক্ষে একটি স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) দুপুরে শহরের বালুডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে সদ্য যোগদান করা উপাচার্য (ভিসি) ড. মোহা. হাছানাত আলীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ করণ ও নওগাঁ শহরের আশপাশে যৌক্তিক স্থানে ক্যাম্পাস গড়ে তোলার দাবি করা হয়।

স্মারকলিপি প্রদানকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা রুবেল হোসেন, জুলহাজ ইর রশিদ, শহিদুল ইসলাম সোহাগ ও কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২ টার দিকে আনুষ্ঠানিক ভাবে নবাগত ভিসি ড. মোহা. হাছানাত আলীর কাছে দ্বায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ভিসি ড. আবুল কালাম আজাদ। এসময় একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে