জয়পুরহাটে উপজেলা সমন্বয় ও পরিকল্পন সভা
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেআরডিএম সমন্বিত কৃষি” ইউনিট প্রোগ্রামের আওতায় ‘উপজেলা সমন্বয় ও পরিকল্পন সভা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে জেআরডিএমের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ এন. এম.ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মহির উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, রাফসিয়া জাহান, রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, আহসান হাবিব, কুষি কর্মকর্তা, জেআরডিএম। এছাড়া সার, বীজ, কীটনাশক ব্যবসায়ী সহ বিভিন্ন উদ্যোক্তা ও জেআরডিএম-এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা জেআরডিএম এর কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার, বীজ, কীটনাশক ব্যবসায়ী সহ বিভিন্ন উদ্যোক্তা ও জেআরডিএম-এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।