দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক ও নাশকতা সৃষ্টির মামলায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের শালঘরিয়া এলাকার ভাড়া বাসা থেকে আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন উপজেলার আলীপুর এলাকা থেকে নওপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান দর্জিকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এজাহারে নাম না থাকলেও ওই মামলাতেই সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন আব্দুল কাদের মন্ডল। ২০২৪ সালেও তিনি ফের ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন।