পেট্রোবাংলায় চাকরির মৌখিক পরীক্ষার তারিখ পেছালো

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪; সময়: ৩:০৩ অপরাহ্ণ |
খবর > চাকরি
পেট্রোবাংলায় চাকরির মৌখিক পরীক্ষার তারিখ পেছালো

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ অক্টোবরের মৌখিক পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, পেট্রোবাংলা এবং এর অধীনস্থ কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১০ অক্টোবরের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৪ নভেম্বর বিকেল ৩টায় পেট্রোবাংলা, পেট্রোসেন্টার ভবন, ৩ কাওরান বাজার বা/এ, ঢাকা-১২১৫-এ অনুষ্ঠিত হবে।

জানা যায়, আগামী ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গত ৮ অক্টোবর নির্বাহী আদেশে আগামী ১০ অক্টোবর দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকার দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করল। সাধারণ ছুটিকালীন সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে