নিয়ামতপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোস্তাফিজুর

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪; সময়: ৪:০৩ অপরাহ্ণ |
নিয়ামতপুরে পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতা মোস্তাফিজুর

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে । শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন মোস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মঞ্জুর রাসেলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

মোস্তাফিজুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজায় প্রত্যেকটি মন্দিরে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টির হওয়ার সুযোগ নেই। অন্যান্য বছরের চেয়ে এ বছর আরো শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। ধর্মীয় ভাবগাম্ভীর্যে যাতে সনাতন ধর্মালম্বীরা দুর্গাপূজা করতে পারেন, সেজন্য মন্ডপে মন্ডপে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন। বিএনপি আগেও সনাতনীদের পাশে ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে