পত্নীতলায় ইউপি চেয়ারম্যান রাহাদ জামান ডিবির হাতে গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪; সময়: ৭:২০ অপরাহ্ণ |
পত্নীতলায় ইউপি চেয়ারম্যান রাহাদ জামান ডিবির হাতে গ্রেপ্তার

মাসু রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার ৩ নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রাহাদ জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে নওগাঁ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, একই উদ্দেশ্য সাধনের জন্য বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া হত্যার উদ্দেশ্যে মারধর করিয়া সাধারন, গুরুতর রক্তাক্ত জখম , ক্ষতি সাধন, গুলি বর্ষন ও ককটেল বিষ্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ সদর থানার মামলা নং ১২।

ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম বলেন, শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।‍‍

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে