শিবগঞ্জে পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
শিবগঞ্জে পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, ‍শিবগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও ৬টি ইউনিয়নে পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে সনাতন সম্প্রদায়ের শিশু কল্যাণ তহবিলে এই আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদৌলা, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব টুটুলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে