প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা: পিএসসি চেয়ারম্যান

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪; সময়: ৩:৩৪ অপরাহ্ণ |
প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা: পিএসসি চেয়ারম্যান

পদ্মাটাইমস ডেস্ক : প্রশ্ন ফাঁস বা অসাদুপায়ে পরীক্ষার সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন।

বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় অধ্যাপক ড.মোবাশ্বের মোমেন আরও বলেন, আমাদের অধীনে পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অচীরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্বরণে এ সময় এক মিনিট নিরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদনে তার সঙ্গে ছিলেন সরকারী কর্ম কমিশনের ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার।

সকালে তারা স্মৃতিসৌধে এলে তাদের স্বাগত জানান স্থানীয় গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে