সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক এমপি হেনরী ও তার স্বামীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালত-২ এর বিচারক মোঃ রাসেল মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট সিরাজগঞ্জ শহরের এস এস রোডে গুলিতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল লতিফ। ঘটনায় নিহতের বোন মোছাঃ সালেহা বেগম বাদী হয়ে ২২ আগষ্ট সিরাজগঞ্জ সদর থানায় সদর আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরী, তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ ১৫৯ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামীরা পলাতক থাকলেও গ্রেফতারকৃত হেনরী ও তার স্বামী লাবুকে আজ তাদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকতার্ এস আই শরীফুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানী শেষে উভয়ের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, জান্নাত আরা হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ২টি অস্ত্র মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় ৭দিন এবং বিএনপি কর্মী সুমন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ছিলেন তারা। গত ১ অক্টোবর হেনরী ও লাবুকে র্যাব-৯ এর সদস্যরা মৌলভীবাজার থেকে গ্রেফতার করে।