রাবিতে বিশ্ব ডিম দিবস পালন
নিজস্ব প্রতিবেদক : ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডীনস্ কমপ্লেক্সে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ভেটেরিনারি এন্ড সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. সরওয়ার জাহান।
ডিম দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।
এসময় প্রফেসর ড. খন্দকার মোজাফফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, ভেটেরিনারি এন্ড সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোইজুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক আব্দুল হাই সরকার।