দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪; সময়: ২:৪৯ অপরাহ্ণ |
খবর > খেলা
পদ্মাটাইমস ডেস্ক : আগেই বলা হয়েছিল বাংলাদেশ নারী দলের নির্ধারিত ফ্লাইট নামবে ২ টা ১৫ মিনিটে। তবে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরেই দেশের মাটিতে পা রাখলেন সাবিনা-ঋতুরা।
চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে জটলা উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে তারা এসে নামলেন।
বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে।