অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বলছেন শান্ত
পদ্মাটাইমস ডেস্ক : চট্টগ্রাম টেস্টের আগেই জানা গিয়েছিল সংবাদটা; দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই চট্টগ্রাম টেস্ট শেষে যা নিয়ে জানতে চাওয়া হয়েছিল অধিনায়কের কাছে। তিনি অবশ্য বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে।
অধিনায়ক ইস্যুতে শান্তর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন বর্তমান বিসিবিপ্রধান ফারুক আহমেদ। শান্তও তেমনটিই চান। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অধিনায়কত্ব নিয়ে শান্ত বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপারে সভাপতি (ফারুক) কথা বলেছেন আপনাদের সঙ্গে। এ ব্যাপারে এখানে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (খবর) পাবেন।’
বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে শান্ত বলেন, ‘এখন পর্যন্ত (কথা) হয়নি। আমার এখনও সভাপতির সঙ্গে কথা হয়নি এ নিয়ে। কথা হলে আমি বা সভাপতি ক্লিয়ার একটা মেসেজ দিতে পারব।’
এর আগে বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যেকোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’
এদিকে নেতৃত্বের চাপ প্রসঙ্গে শান্ত জানিয়ে রেখেছেন, ‘অধিনায়কত্ব আমি উপভোগ করি, শেষ কয়েকটা সিরিজে দারুণ উপভোগ করেছি। বোর্ড সভাপতির বক্তব্যই থাকুক—আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’