জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪; সময়: ২:৩৪ অপরাহ্ণ |
খবর > খেলা
জিসান-সাইফউদ্দিনের ঝড়ে বড় জয় পেল বাংলাদেশ

পদ্মাটাইমস ডেস্ক : হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার।

এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে উঠে যেতে হয়। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর আর ব্যাট করতে পারেননি। তারা রিটায়ার্ড হার্ট হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন।

বল হাতেও এদিন সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে