পোরশায় জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪; সময়: ১:৩৩ অপরাহ্ণ |
পোরশায় জাতীয় সমবায় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, পোরশা : “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও আরিফ আদনান। র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এতে স্বাগত বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, এসএফবিএফ ব্যবস্থাপক মাধক কুমার সরকার।

এসময় স্থানীয় বন্ধন সমবায় সমিতির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শাহ্ চৌধরী, পদ্ম এর ব্যবস্থাপক বিজয় কুমারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে