গোদাগাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর ) বিকেল ৫টার দিকে উপজেলার রিশিকুল স্কুল মাঠে এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন ডাইংপাড়া ফুটবল একাদশ বনাম বুলেট ফুটবল একাদশ । ৪০ মিনিটের খেলায় গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। প্রথম ট্রাইবেকারে উভয় দল একটি করে গোল মিস করলে পুণরায় ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। এতে বুলেট একাদশ, ডাইংপাড়া একতা ক্লাবকে ১-০গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলায় রিশিকুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডঃ মোঃ সুলতানুল ইসলাম তারেক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব ।
আশেপাশের গ্রাম থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। খেলার মাধ্যমে
শহীদ জিয়ার আদর্শে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলোয়াড় ও দর্শকদের আহ্বান জানানো হয়।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলেন, সমাজে খেলাধুলা থাকতে হবে। খেলা না থাকলে আমাদের শরীরের বিকাশ বা মেধার বিকাশ কোনোটাই ঘটবে না। আমাদের খেলাধুলা ধরে রাখতে হবে। তিনি আগামীতেও এমন খেলাধুলার আয়োজন করার কথা জানান।
এসময় তিনি গোদাগাড়ী তানোর উপজেলা থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দেন। তবে তিনি বাদে অন্য কেউ যদি দল থেকে মনোনয়ন পান তাহলে তাঁর সাথেই জনগণকে কাজ করার আহবান জানান।