বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪; সময়: ৭:০৯ অপরাহ্ণ |
বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সান্টু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সান্টু (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার ৩ নভেম্বর, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ঠ ইসমাইল হোসেন সান্টু সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার সদর ভবানীগঞ্জ বাজার ও বাগমারার বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানা পুলিশ জানিয়েছে সান্টুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে