সুজানগরে ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২১ দিনে সাড়ে ২৮ লক্ষ টাকার জাল জব্দ

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪; সময়: ৭:২৬ অপরাহ্ণ |
সুজানগরে ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২১ দিনে সাড়ে ২৮ লক্ষ টাকার জাল জব্দ

এম এ আলিম রিপন, সুজানগর : গত ২১ দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পাবনার সুজানগরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের জাল জব্দ ও ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার সুজানগর উপজেলা মৎস্য অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।মৎস্য বিভাগের নির্দেশনা অনুযায়ী গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুদ ও বিপণন বন্ধ থাকে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময়ের মধ্যে সুজানগর উপজেলার পদ্মা নদীতে ৮২টি অভিযান চালানো হয় এবং ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ২৫টি মামলা করা হয়।এছাড়া, মাছঘাট, আড়ত ও বাজার পরিদর্শন করেছে সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খানসহ মৎস্য অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানায়, গত ২১ দিনের অভিযানে ২১৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১.৮৯০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালে সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না, সাতবাড়ীয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, সাগরকান্দি ও সুজানগর পৌরসভার ১২৫০ জেলে পরিবারের জন্য প্রত্যেকটি পরিবারকে ২৫ কেজি করে ৩১মেট্রিক টন ও ২৫০ কেজি চাল বিতরণ করা হয় ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে