গুরুদাসপুরে ৩ দিনব্যাপী ৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : “কাব স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়ব” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে তিন দিনব্যাপী ৪র্থ গুরুদাসপুর উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ স্কাউটস গুরুদাসপুর উপজেলা শাখার আয়োজনে বিকাল ৪টায় খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গুরুদাসপুর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটস গুরুদাসপুর উপজেলার সম্পাদক মিজানুর রহমান মিজান, সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, ওসি গোলাম সারওয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী, খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, বাংলাদেশ স্কাউটস জেলা সহসভাপতি সজীব কুমার, সম্পাদক এস,এম গোলাম মহীউদ্দিন, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম জয়, প্রোগাম চীফ গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়। এতে ৪২টি ইউনিটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।