রংপুরের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা. এহ্‌সান

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪; সময়: ৫:২০ অপরাহ্ণ |
রংপুরের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা. এহ্‌সান

পদ্মাটাইমস ডেস্ক : রংপুরের প্রথম ফ্যামিলি ফিজিশিয়ান ডা. এস. এম. এহ্‌সানুল কবির এহ্‌সান নিয়মিত রোগী দেখছেন শহরের ধাপ মোড়ের ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে। গত ১৪ অক্টোবর থেকে রোগী দেখা শুরু করেন তিনি। এর মাধ্যমে এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসকের চেম্বার চালু হলো রংপুরে।

ডা. এস. এম. এহ্‌সানুল কবির বলেন, ফ্যামিলি মেডিসিন চিকিৎসা বিজ্ঞানের সেই বিশেষায়িত শাখা যা একটি ফ্যামিলি বা পরিবারের সব বয়সের, সব সদস্যের, সব ধরনের রোগের প্রাথমিক ও দীর্ঘমেয়াদি চিকিৎসা নিশ্চিত করে থাকে। এই বিভাগের চিকিৎসক একজন ফ্যামিলি ফিজিশিয়ান বা পারিবারিক চিকিৎসক হিসেবে প্রত্যেক রোগীকে নিজের পরিবারের সদস্যের মতো সময় নিয়ে, যত্ন সহকারে সব ধরনের চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে থাকেন।

ডা. এহ্‌সানুল কবির আরও বলেন, রংপুরে আমার জানামতে ইতোপূর্বে কোনো চিকিৎসক ফ্যামিলি মেডিসিনে ডিগ্রি নেননি। সে হিসেবে আমিই প্রথম চিকিৎসা বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ শাখায় প্রয়োজনীয় ডিগ্রি ও দক্ষতা অর্জন করে রোগী দেখা শুরু করেছি। আশা করি রোগীদের নিজ পরিবারের সদস্যের মতো আপন করে নিয়ে মানসম্মত সেবা দিতে পারব।

ডা. এস. এম. এহ্‌সানুল কবির এহ্‌সান রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ফ্যামিলি মেডিসিনে এফএমডি ও ফেলোশিপ ইন ফ্যামিলি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া, ডিওসি (চর্ম ও যৌন) ও সিসিডি (ডায়াবেটোলজি) ডিগ্রি রয়েছে তার। রয়েছে দীর্ঘ ১০ বছরের রোগী দেখার অভিজ্ঞতাও।

পরিবারের সব বয়সের সদস্যের সব ধরনের রোগের সঠিক চিকিৎসা পরামর্শ নিতে সিরিয়ালের জন্য কল করতে পারেন এই নম্বরে (০১৭১০৩৫৪১৪৭)।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে