পোরশায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির একাংশের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় ছাত্রলীগ নেতা রেজওয়ানকে নিতপুর তার বাসা থেকে আটক করেছে থানা পুলিশ।
জানাগেছে, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা নিতপুর মডেল মসজিদের পাশে ইউনিয়ন বিএনপির ওই অফিস কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর ও বাইরে টাঙ্গানো দলীয় পোষ্টার ছিঁড়ে ফেলে। এসময় তারা কক্ষের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে রাখা একটি মোটরসাইকেল, চেয়ার-টেবিল ও বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী জানান, নিতপুর ইউনিয়ন বিএনপির এটি দলীয় অফিস। এই অফিস থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামানসহ নেতাকর্মীরা দলীয় কর্মকান্ড পরিচালনা করতেন।
তিনি জানান, ইতোমধ্যে তারা থানায় মামলা করেছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের রেজওয়ান নামে এক নেতাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।