নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাক্ট চেকিং এণ্ড ডিজিটাল হাইজিন শীর্ষক সেমিনার

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪; সময়: ৬:২২ অপরাহ্ণ |
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাক্ট চেকিং এণ্ড ডিজিটাল হাইজিন শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাক্ট চেকিং এবং ডিজিটাল হাইজিন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ইউনিভার্সিটির সম্মেলন কক্ষে এমআরডিআই, ইউএসএইড এবং ইন্টারনিউজ এর সহযোগিতায় ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারটির উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন। বিভিন্ন সেশন পরিচালনা করেন এমআরডিআই, ইউএসএইড এবং ইন্টারনিউজের প্রতিনিধিগণ। সেমিনারে ইউনিভার্সিটির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে