অনিয়ম দূর্নীতি, চাঁদাবাজের কোন সুযোগ দেয়া হবেনা : জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪; সময়: ৬:২৯ অপরাহ্ণ |
অনিয়ম দূর্নীতি, চাঁদাবাজের কোন সুযোগ দেয়া হবেনা : জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, আমি এ জেলার একজন নাগরিক হিসেবে জেলার উন্নয়নে কাজ করতে চাই। ব্যক্তি স্বার্থে নয় জনস্বার্থে জেলার উন্নয়নে কাজ করবো। অনিয়ম দূর্নীতি, চাঁদাবাজের কোন সুযোগ দেয়া হবেনা।

রবিবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন।

এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সাধারন সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু, রাশেদুজ্জামান ও সোহেল আহমেদ লিও, এনটিভির জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, একুশে টেলিভিশন, দৈনিক আজকালের খবর ও দি নিউ নেশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের হারুনুর রশিদ প্রমুখ।

সভায় এক রাস্তার শহর যানজট মুক্ত করতে কাজ করা এবং পৌর শহরে আয়তন অনুযায়ী আটো-ইজিবাইক, রিক্সা, ভ্যান নির্ধারন করার বিষয়ে সাংবাদিক নেতৃবৃন্দ দাবী জানান।

নবাগত জেলা প্রশাসক এর সংক্ষিপ্ত পরিচয়: আফরোজা আক্তার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ জেলায়। তিনি বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। ইউনির্ভাসিটি অফ উইমেন্স ফেডারেশন কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বিবিএতে ভর্তি হন। সেখানে ২০০০ সালে বিবিএ ও ২০০১ সালে এমবিএ পাস করেন।

এরপর ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।

আফরোজা আক্তার ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপপরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি সর্বশেষ পরিকল্পনা বিভাগের উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে