তাপসের স্ত্রী ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান: রাষ্ট্রপক্ষের আইনজীবী
পদ্মটাইমস ডেস্ক : সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের স্ত্রী শেখ হাসিনার বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী। বলেন, শেখ হাসিনার যে সাজটা টিভিতে দেখা যেত, সেটার কারিগর ছিলেন তাপসের স্ত্রী।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে আদালত চত্বরে সাংবাদিকদের বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই গান বাংলা কীভাবে চলে, সেটা বোঝা যায় না। দেখি কয়েকজন বিদেশিদের নিয়ে গান গায়। মাঝেমধ্যে আমাদের দেশের কয়েকজন শিল্পীকে নিয়ে গান গাওয়ায়।
তার চ্যানেল সম্পর্কে প্রশ্ন রেখে বলেন, কোন বিজ্ঞাপন নাই; তাহলে এই চ্যানেল কীভাবে চলে? পরে এটা তদন্ত করে দেখা গেল, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ছিলেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন অবসরে থাকতেন, তখন তাকে গুনগুন করে গান শোনাতেন এই তাপস। সরকারের যতগুলো কনসার্ট থাকতো বিভিন্ন দিবসভিত্তিক, সবগুলো তাপস করতেন। বিনিময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলেও জানান আইনজীবী।
এসময় তিনি আরও বলেন, আমেরিকা, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে কনসার্টের নামে গিয়ে কোটি কোটি টাকা পাচার করেছেন। গান বাংলায় যে বিদেশি মেয়েগুলো যেখা যেত, তাদের ইউক্রেনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হতো বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সংগীতভিত্তিক টিভি চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানির জন্য আগামী বুধবার (৬ নভেম্বর) দিন ধার্য করেন।