মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না : শবনম ফারিয়া
পদ্মাটাইমস ডেস্ক : একদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
যেখানে তিনি লিখেছিলেন, ‘অনেক বড় গলায় অনেক কথা বলেছিলাম। বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করেছিলাম, বলছিলো- দেখিস! দেখতেছি। হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।’
ফারিয়ার এই পোস্ট দেখে ভক্তরা বুঝে নেন, সমসাময়িক শোবিজাঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা নিয়ে হতাশ হয়েই অভিনেত্রীর এমন উপলব্ধির কথা প্রকাশ করা।
কিন্তু সেই স্ট্যাটাস দিয়ে যেন আওয়ামী সমর্থকদের রোষানলে বিদ্ধ হয়েছেন এই তারকা। ফারিয়ার পোস্টের নিচে একের পর এক মন্তব্য করে বিদ্রুপে মেতে ওঠেন তারা।
বিষয়টি নিয়ে সোমবার আবারও একটি স্ট্যাটাস দিয়েছেন শবনম ফারিয়া। যেখানে তিনি আওয়ামী লীগ সমর্থকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
ফারিয়া তার স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতি বিষয়ক আমি ভেবেছিলাম আর কোনো মন্তব্য করবো না। কিন্তু শেষবার একটা কথা বলে বন্ধ করবো, গতকাল কিছু পোলাপানের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্টিভিটিস দেখে মনে হলো, হেলমেট পরে রাস্তাঘাটে আর মারামারি করতে না পারার ফ্রাস্ট্রেশন মানুষের কমেন্ট বক্সে এসে কমেন্টে আঙ্গুল দিয়ে মারামারি করে সেটা কমানোর চেষ্টা করছে!
এরপর নিন্দুকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘ভাই, এইসব ফালতু নোংরা কমেন্ট না করলে অন্তত সিম্পেথি পাইতেন। আপনারা যে শুধু খুনি/চোরদের দোষর না, মানসিকভাবেও কত নোংরা সেটা কমেন্টগুলো পড়ার পরেই বুঝা গেলো।’
সবশেষ ফারিয়া বলেন, ‘খারাপ সময়ে মানুষ আরো ডাউন টু আর্থ হয়!আর আপনারা দল বেঁধে আরো এরোগ্যান্সি দেখাচ্ছেন! এই অ্যারোগেন্সের জন্যই আজকে আপনাদের এই অবস্থা!মানুষ না খেয়ে থাকলেও আপনাদের সমর্থন করবে না!’