মহাদেবপুরে কেকের ব্যবসা করে স্বাবলম্বী নারী উদ্যোক্তা নাবিয়া সুলতানা নাইস

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
মহাদেবপুরে কেকের ব্যবসা করে স্বাবলম্বী নারী উদ্যোক্তা নাবিয়া সুলতানা নাইস

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে কেকের ব্যবসা করে সাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তা নাবিয়া সুলতানা নাইস। সখের বসে কেক তৈরি করা শিখলেও এখন এটিই তার প্রধান পেশা। কেক বিক্রি থেকে প্রতি মাসে এখন তার মোটা অংকের আয় হচ্ছে।

তবে অনেকেই এ ব্যবসা শুরু করায় আগের চেয়ে তার আয় একটু কমেছে। তবুও প্রতি মাসে যে আয় হয় তা দিয়ে নিজের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করে মায়ের চিকিৎসা ও পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা করছেন। নাবিয়া সুলতানা নাইস ২০২২ সালের ১৬ ডিসেম্বর থেকে কেকের ব্যবসা শুরু করেন। শুরুর দিকে ছোট্ট পরিসরে কেক তৈরি ও বিক্রি করলেও এখন তার ব্যবসার পরিধি বেড়েছে।

ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় মহাদেবপুর সরকারি কলেজের কাছে নাইস কিচেন নামে একটি প্রতিষ্ঠান খুলেছেন তিনি। তার এই প্রতিষ্ঠান থেকে কেকের পাশাপাশি বিভিন্ন প্রকার সুস্বাদু ও ভেজালমুক্ত পিউর খাবার সরবরাহ করা হচ্ছে। নাবিয়া সুলতানা নাইস জানান, এ পর্যায়ে আসতে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে