মান্দায় চার্জারভ্যানসহ শিশু চালক নিখোঁজ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪; সময়: ৬:০৫ অপরাহ্ণ |
মান্দায় চার্জারভ্যানসহ শিশু চালক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চার্জারভ্যানসহ এক শিশু চালক তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোনো সন্ধান মিলছে না। ঘটনায় সোমবার রাতে মান্দা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।

নিখোঁজ শিশুর নাম শারিকুল ইসলাম (১৪)। সে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কালিসফা গ্রামের সুলতান আলীর ছেলে।
নিখোঁজ শিশুর বাবা সুলতান আলী বলেন, ‘চার্জারভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকা নির্বাহ করি। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় আমি ভ্যান নিয়ে বের হতে পারিনি। এ অবস্থা দেখে ছেলে শারিকুল ইসলাম ভাড়া মারার উদ্দেশ্যে রোববার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

উপজেলার দেলুয়াবাড়ি বাজারের একাধিক ব্যবসায়ী জানান, রোববার সকাল থেকে ভ্যানচালক শারিকুল ইসলামকে দেলুয়াবাড়ি বাসস্ট্যা- এলাকায় যাত্রীবহন করতে দেখা গেছে। বিকেলের পর থেকে বাসস্ট্যা- এলাকায় তাকে আর দেখা যায়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, চার্জারভ্যানসহ শিশু শারিকুল নিখোঁজ হওয়ার বিষয়ে সোমবার রাতে থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক শামীম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে