চারঘাটে ডেঙ্গু ও স্বাস্থ্য প্রতিরোধ বিয়ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে ডেঙ্গু ও স্বাস্থ্য প্রতিরোধ বিয়ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারদা থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার অনুপমপুর গ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থার এমাউস ইন্টারন্যাশনাল এর আর্থিক সহায়তায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান।
এসময় বক্তব্য রাখেন চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, থানাপাড়া সোয়ালোজ কৃষি প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মাছরুর রহমান, ভায়ালক্ষপুর বুধিরহাট কলেজের প্রভাষক খোরসেদ আলম ও অনুপমপুর কৃষক সংগঠনের নারী মাজেদাসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন।
ডাঃ আশিকুর রহমান বলেন, ডেঙ্গু ও স্বাস্থ্য প্রতিরোধ বাড়ির আশেপাশে নোংরা থাকলে তা পরিস্কার রাখা, আবহাওয়া কারণে জ্বর, কাশি জনিত রোগ হতে পারে। ডেঙ্গু আক্রান্ত হলে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি। অধ্যায়নরত ৫ম থেকে ৯ম শ্রেনি ছাত্রী ও বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এইচপিভি জরায়ুমুখ ক্যান্সারের ডোজ টিকা প্রদান করা হচ্ছে। একটু একটু জ্বর হবে ভয়ের কারন নেই।