নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনামূলক সভা

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনামূলক সভা

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ( সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) বাবুল পাল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে