দু’ভাগে মুক্তি পাবে রণবীরের “রামায়ণ”

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪; সময়: ২:৫৪ অপরাহ্ণ |
খবর > বিনোদন
দু’ভাগে মুক্তি পাবে রণবীরের “রামায়ণ”

পদ্মাটাইমস ডেস্ক : রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে প্রথম থেকেই ব্যাপক আগ্রহ দেখা গেছে বলিউডে। রাম অবতারে রণবীরকে কেমন লাগবে, তা দেখার জন্যই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। নানা সময় সেই ছবি ফাঁসও হয়েছে। তবে এবার ‘রামায়ণ’ নিয়ে বড় ঘোষণা এল। প্রযোজক সংস্থা ও ছবির পরিচালক নীতিশ তিওয়ারির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভাগে নাকি মুক্তি পাবে ‘রামায়ণ’। একটি মুক্তি পাবে ২০২৬ সালের দিপাবলীতে আর দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দিপাবলীতে।

এমন তথ্য পেয়ে উচ্ছ্বসিত দর্শক। সামাজিক মাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নামিত মালহোত্রা। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে।

পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, ‘প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি- রামায়ণকে বিশ্ব দরবারে পবিত্রভাবে উপস্থাপন করা।’

এদিকে যতদিন যাচ্ছে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবি নিয়ে ততই উৎসাহ বাড়ছে। সামনে আসছে নানা খবরও। সূত্র বলছে, রণবীরের ‘রামায়ণ’ ছবি নাকি ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ৮৩৫ কোটির বাজেটেই নাকি তৈরি হবে ‘রামায়ণ’। তবে এখানেই শেষ নয়। বাজেট নাকি আরও বাড়তেও পারে।

তবে শ্যুটিং শুরু না হতেই বিপাকে পড়েছিল ‘রামায়ণ’। শোনা যায়, অর্থের কারণে প্রায় বন্ধ হতে বসেছিল এই ছবির কাজ। সেই সময় কাটিয়ে সম্প্রতি ‘রামায়ণ’-এর শ্যুটিং শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এমনকি, কয়েকদিন আগে শ্যুটিং ফ্লোর থেকে ফাঁসও হয়েছে রণবীরের ‘রাম’ অবতারের ছবিও।

এবারও শ্যুটিং বন্ধ হওয়ার শঙ্কা পাওয়া যাচ্ছে বলেও খবর। জানা গেছে, রামায়ণের স্বত্ব নিয়ে এবার দুই প্রযোজনা সংস্থার দ্বন্দ্ব। আর তার কারণেই নাকি আটকে যেতে পারে ‘রামায়ণ’ ছবির শ্যুটিং।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে