রাজশাহীতে এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী এইচপিভি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডব্লিআর রাজেশ নরওয়াল। বৃহস্পতিবার তিনি রাজশাহী সিটি কর্পোরেশনে অধীন বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি নগরীর শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়, ১৮নং ওয়ার্ড ইউসেপ স্কুল, সুর্যকণা স্কুল সহ ৯নং ইপিআই স্টোর পরিদর্শন করেন। রাজশাহীর টিকাদান কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ পোষণ করেন।
মহানগর পর্যায়ে ২৩ হাজার ৫শ ১০ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ কার্যক্রম শুরু হয়েছে আর রাজশাহী বিভাগে প্রায় ৯ লক্ষ ৫৫ হাজার জনকে এ টিকা দেয়া হচ্ছে। নগরীর ৩০৬টি স্কুলে ২৫৩টি কেন্দ্রে ২জন টিকাদানকারী, ২জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। কমিউনিটি পর্যায়ে ৬০টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এ ক্যাম্পেইনে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য এই টিকা দেয়া হচ্ছে। মহানগরীতে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এ কাজে নিয়োজিত রয়েছে।
পরিদর্শন কালে বিশ্বস্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, এসআইএমও ডাঃ ফারহানা, রাসিকের প্রধান স্বাস্থ্য ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ফুড এন্ড স্যানিটারী অফিসার শেখ আরিফুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।