দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাতে দুর্গাপুর-শিবপুর রাস্তায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে শাকিল খানকে গ্রেপ্তার করা হয়৷
এছাড়াও একই রাতে উপজেলার পলাশবাড়ী গ্রামের জনাব আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন (৪০) ও পালিবাজার এলাকার জনাব আলীর ছেলে জমসেদ আলী (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এই দু’জন আদালতের পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর-শিবপুর রাস্তায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে প্রাইভেটকারে তল্লাসি চালিয়ে শাকিল খানকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাস ও নাশকতার অভিযোগে থানায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী ছিলেন তিনি। অপরদিকে, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে মোয়াজ্জেম হোসেন ও পালিবাজার এলাকা থেকে জমসেদ আলী নামের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান সহ পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত অপর দুই আসামীকে শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।