থানা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটি গঠন শুরু
পদ্মাটাইমস ডেস্ক : থানা পর্যায়ে প্রথম কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল ঢাকার যাত্রাবাড়ী থানা কমিটি ঘোষণা করেছে তারা।
প্রথম কমিটি করা হয়েছে- যাত্রাবাড়ী থানা প্রতিনিধি কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।
এর আগে ২ নভেম্বর জাতীয় নাগরিক কমিটি ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। এতে বলা হয়, সব কমিটিতে কমপক্ষে ২৫ শতাংশ নারী প্রতিনিধি থাকবেন। কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা (৫ শতাংশ), সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫ শতাংশ। এ ছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চেতনা নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি।