গুরুদাসপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দোয়া মাহফিল

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪; সময়: ১:০৪ অপরাহ্ণ |
গুরুদাসপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় নাটোরের গুরুদাসপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন খলিফাপাড়া ৪ নং ওয়াডের আয়োজনে চাঁচকৈড় খলিফাপাড়া বটতলা মোড়ে দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গুরুদাসপুর পৌর শাখার সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাটোর-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা অধ্যাপক আব্দুল হাকিম, গুরুদাসপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল মান্নান, সহ-সভাপতি আব্দুস সোবাহান, সেক্রেটারি শুয়াইব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খলিফাপাড়া ৪ নং ওয়াড সভাপতি আব্দুল রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনে ৯ নং ওয়াড সভাপতি টিপু সুলতান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন গুরুদাসপুর পৌর শাখার সেক্রেটারি সুজন রেজা। অনুষ্ঠান শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে