নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : জেলা প্রশাসক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ২:১৩ অপরাহ্ণ |
নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : দেশের চলমান পরিস্থিতির পর নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির মাধ্যমে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সচেষ্টা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও জনগনের নাগালের মধ্যে রাখতে টাস্কফোর্সের মাধ্যমে বাজার মনিটরিং, মাদক ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশনা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত সকল সমর্পনযোগ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের বিপরীতে ক্রয়কৃত আগ্নেয়াস্ত্র জমা নেয়া হয়েছে। বর্তমানে জমাকৃত আগ্নেয়াস্ত্র কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে ফেরত প্রদানের প্রক্রিয়া চলমান আছে।

এসময় পুলিশ সুপার কুতুব উদ্দিনসহ সেনাবাহিনী, র‌্যাব ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে