রাণীনগরে যুবদলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪; সময়: ৬:০৩ অপরাহ্ণ |
রাণীনগরে যুবদলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা সদরের বিএনপির মোড় থেকে এক র‌্যালী বের হয়। এর পর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো বিএনপির মোড়ে এসে শেষ হয়। এর পর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম, ফরহাদ হোসেন মন্ডল, মাজেদুল ইসলাম, সদস্য আনোয়ার হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, ছাত্রদল নেতা শরিফ মাহমুদ সোহেল ও শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কমীরা র‌্যালী ও আলোচনা সভায় অংশ নেয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে