নগরীতে এমএম এন্টাপ্রাইজ ব্যান্ড ও পনিং ডিস্ট্রিবিউটর শো-রুম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : নগরীতে এমএম এন্টাপ্রাইজ ব্যান্ড ও পনিং ডিস্ট্রিবিউটর রাজশাহীর শো-রুম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সাগরপাড়া বটতলা মোড় এলাকায় এইচ এস এন্টাপ্রাইজের হোন্ডা পাওয়ার প্রোডাক্ট’র অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে এ শো-রুমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এ শো-রুমের উদ্বোধন করেন এইচএস এন্টারপ্রাইজের হোন্ডা পাওয়ার প্রোডাক্ট’র অপারেশন ডাইরেক্টর বুশরা হেলাল। গুলগফুর পেট্রোলিয়ামের ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এইচএস এন্টারপ্রাইজের হোন্ডা পাওয়ার প্রোডাক্ট’র হেড অব বিজনেস মো. আব্দুস সালাম আজাদ ও সেলস ম্যানেজার পলাশ বড়ুয়া, সিনিয়ন ম্যানেজার আলী আহসান।
অতিথি ছিলেন নাটোরের সাব ডিলার নয়ন আলী, নওগাঁর আল মামুন হক, নাবিল এন্টারপ্রাইজের এমএস বাদল, সিইও নাজমুল। উপস্থিত ছিলেন জামিরা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিন আলী, শিক্ষক পিয়ারুল ইসলাম, আবুল কালাম মো. আজাদ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমএম ইন্টারপ্রাইজের প্রোপাইটার মনির আহমেদ।
এখানে পাওয়া যাবে শব্দ বিহিন বিভিন্ন ধরনের হোন্ডা জেনারেটর, কৃষি কাজের জন্য পাওয়ার টিলার, রাইস কাটার, গ্রাস কাটার ও স্প্রে।